বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ইউপি নির্বাচনের বাকি ৫ মাস, অনলাইনে প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদকঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনের এখনো বাকি ৫ মাসের বেশি সময়। তবে নির্বাচনের আগেই যেন নির্বাচনের আমেজে মেতে উঠছেন বিয়ানীবাজারের ১১ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যানার পোস্টারে প্রচার প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।কেউ কেউ আবার চায়ের টেবিলে বৈঠক করছেন প্রার্থীতা নিয়ে।
উপজেলার মুড়িয়া ইউনিয়ন সহ মাথিউরা,দুবাগ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরগরম। এ সব সম্ভাব্য প্রার্থীরা গ্রাম মহল্লায় সভা সমাবেশ পালন করছেন।

তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণা অব্যাহত রাখলেও নীরব রয়েছেন ভোটাররা। দলীয় প্রতিক এবং আঞ্চলিকতার টানে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তাদের মধ্যে।

২০২১ সালের মার্চ-এপ্রিলে দুই ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। জানা যায় ভোট গ্রহণের জন্য ৪০ থেকে ৩৭ দিন হাতে রেখে তফসিল ঘোষণা করা হবে।

ফেব্রুয়ারির শুরুতে তফসিল ঘোষণা করবে কমিশন। এবার দলীয় প্রতীকে ব্যালট পেপারের পাশাপাশি উপজেলা সদরের ইউপিগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হতে পারে।

উল্লেখ্য, ২০১৬ সালে মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে ভোট আয়োজন করে কমিশন। প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হয় ২২ মার্চ। এর পর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হয়

Back to top button