বড়লেখায় বেশি দামে আলু বিক্রির দায়ে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক,বড়লেখা:মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে আলু ব্যবসায়ীরা সরকার নির্ধারিত মুল্যের চেয়ে বেশী দামে আলু বিক্রি করা,মূল্য তালিকা না থাকা, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৭ টি মামলায় ২২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। শুক্রবার বড়লেখা পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বড়লেখা থানার সেকেন্ড অফিসার এস আই প্রভাকর রায়ের নেতৃত্বে বড়লেখা থানা পুলিশ মোবাইল কোর্ট কে সর্বাত্মক সহায়তা প্রদান করে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.শামীম আল ইমরান বলেন,পৌর শহরে বেশি দামে আলু বিক্রি করার কারনে ও মূল্য তালিকা না থাকায় ৭টি মামলায় মোট ২২,০০০ টাকা জরিমানা করা হয়েছে।যারা সাধারণ জনগণের কাছে বেশি দামে আলু বিক্রয় করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে। সরকার নির্ধারিত মুল্যের বেশী দামে বিক্রয় করার জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলোকে জড়িমানা করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।পর্যায়ক্রমে বড়লেখা উপজেলার অন্যান্য বাজার গুলো মনিটরিং করা হবে।