বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ন্যাশনাল আইডি কার্ড সংশোধনের নামে প্রতারণা, নির্বাচন অফিসের সতর্কবানী

বিয়ানীবাজার টাইমসঃ জাতীয় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ড সংশোধনের নামে অনেকেই করছেন বানিজ্য। বিষয়টি বিয়ানীবাজার নির্বাচনী অফিসের নজরে আসায় এনিয়ে উদ্বিগ্ন নির্বাচনী অফিস জানিয়েছে নাগরিকদের সতর্কবার্তা

একদল অসাধু ব্যবসায়ী চক্র পরিচয়পত্র সংশোধনের নামে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান সাধারণ নাগরিকদের অল্প সময়ের মধ্যে এনআইডি হারানো/সংশোধন করে দিবেন বলে প্রতারণা করছে অভিযোগ তুলেছে বিয়ানীবাজার উপজেলা নির্বাচন অফিস। সোমবার সন্ধ্যায় অফিসিয়াল ফেসবুক পেইজে এক বার্তায় এমন অভিযোগ তুলে ধরা হয়।

পাশাপাশি নাগরিকবৃন্দের সুবিধার্থে পরিচয়পত্র হারানো/সংশোধন এর জন্য নানা তথ্য তুলে ধরেন তারা।

প্রিয় নাগরিকবৃন্দ
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, জাতীয় পরিচয়পত্র সংশোধনের নামে বিয়ানিবাজার উপজেলার কতিপয় অসাধু ব্যক্তি, প্রতিষ্ঠান সাধারণ নাগরিকদের অল্প সময়ের মধ্যে এনআইডি হারানো/সংশোধন করে দিবেন বলে প্রতারণা করছেন যা খুবই দুঃখজনক।

প্রিয় সুধীবৃন্দ,
হারানো জাতীয় পরিচয় পত্রের আবেদন অত্যন্ত দ্রুততার সহিত (৩-৭)-দিনের মধ্যে অনুমোদন করে দেওয়া হচ্ছে।
তাই আপনাদের কাছে অনুরোধ হারানো কার্ডের বিষয়ে কোনো প্রকার আর্থিক লেনদেনে যাবেন না।
##নাম সংশোধন(যাদের নামের আংশিক পরিবর্তন, এস এস সি পাশ) এসব আবেদন (৩-৭)দিনের মধ্যে সংশোধন করে দেওয়া হচ্ছে । তাই আর্থিক লেনদেনের বিষয়ে সচেতন হবেন

## বয়স সংশোধন (আবেদনকারী এস এস সি পাশ (web verification) ওকে হলে (৩-৭)দিনের মধ্যে সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হচ্ছে  জটিল বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হচ্ছে আপনাদের কোনো পরামর্শ, অভিযোগ সরাসরি অফিস এসে যোগাযোগ করতে পারবেন পরিশেষে আমরা বলতে চাই নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন ধীর স্থির ও সচেতনভাবে আপনার সমস্যার সমাধান করুন

ধন্যবাদ
উপজেলা নির্বাচন অফিস
বিয়ানিবাজার সিলেট

Back to top button