কানাইঘাট

কানাইঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কানাইঘাট প্রতিনিধিঃ ‘দুর্যোগ ঝুকিহ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়’-এ শ্লোগান সামনে রেখে সিলেটের কানাইঘাটে পালিত হয়েছে আন্তার্জাতিক দুর্যোগ প্রশমন দিবসএ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে (১৩ অক্টোবর) মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে আলোচনা সভায় দূর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জহিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল, কানাইঘাট জোন পল্লী বিদ্যুৎ (ডিজিএম) শাহীন রেজা ফরাজীসহ বিভিন্ন দফতর কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

সভায় দিবসটির গুরুত্ব তুলে ধরে নির্বাহী কর্মকর্তা বলেন, ভৌগলিক কারণে পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থান বিভিন্ন স্থানে । তাই দেশ ভেদে প্রাকৃতিক দুর্যোগেরও ভিন্নতা রয়েছে ।বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের বৈশিষ্ট, ক্ষয়ক্ষতি ও এর প্রভাব সম্পর্কে আমাদের সম্যক জ্ঞান রাখতে হবে এবং সে মেতাবেক জীবনমাত্রায় পরিবর্তন ও প্রতিফলন ঘটাতে হবে। দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের পূর্ব প্রস্তুত থাকতে হবে । আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে প্রাকৃতিক দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় জন্য । এ ক্ষেত্রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ।

Back to top button