জৈন্তা

জৈন্তাপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

জৈন্তাপুর প্রতিনিধি – প্রাকৃতিক দূর্যোগ সহ যে কোন পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যাকালীন সময়ে বানবাসী মানুষের নিরাপত্তার জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এরই অংশ হিসেবে সম্প্রতি জৈন্তাপুর উপজেলায় প্রায় কোটি টাকা ব্যয়ে একটি আশ্রয় কেন্দ্র’র কাজ শুরু হয়েছে। যে কোন দূর্যোগে সরকারী নির্দেশনা অনুসরনের পাশাপাশি প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে সচেতনতা অবলম্বন করতে হবে। অনুষ্ঠান শেষে বজ্রপাত থেকে রক্ষার জন্য উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে রোপনের জন্য ১হাজার তাল গাছের বীজ বিতরণ করা হয়।

১৩ অক্টোবর জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ’র যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ২০২০ ইং উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী জসিম উদ্দিনের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সালাউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল আহমদ, উপজেলা যুব উন্নয়নের ত্রেুডিট অফিসার জালাল উদ্দিন, ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রব, সহকারী আলী রেজা প্রমুখ।

Back to top button