বিয়ানীবাজার সংবাদ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিয়ানীবাজারে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

বিয়ানীবাজার টাইমস-ট্রেড লাইসেন্স নবায়ন থাকার বিয়ানীবাজারে ভ্রাম্যমান আদালত অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব।

জানা যায়, ট্রেড লাইসেন্স নবায়ন না করার অপরাধে পৌরশহরের মধ্যবাজারে অবস্থিত সামীর সু ষ্টোরকে এক হাজার টাকা ও এহসান ক্রোকারীজ এন্ড গিফট কর্ণারকে এক হাজার টাকা, মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানা পুলিশের এসআই সিরাজুল ইসলাম, পৌরসভার কর্মকর্তা হিরণ রোহী দাস ও আবুল হোসেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব বলেন, ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। যারা পৌরশহরে ব্যবসা পরিচালনা করছেন তাদেরকে অবশ্যই ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। নতুবা আগামীতে জরিমানার পরিমাণ বৃদ্ধি করা হবে। জরিমানা প্রসঙ্গে বলেন, পৌরসভার ২০১৯ এর ১০৯ ধারা অনুযায়ী ২টি প্রতিষ্ঠানের নবায়ন না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Back to top button