বিয়ানীবাজার সংবাদ

দীর্ঘদিন পলাতক থাকার পর মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী আটক

বিয়ানীবাজার টাইমস ডেস্কঃ সিলেটের বিয়ানীবাজারে এনাম উদ্দিন (২৫) নামে এক সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ। ধৃত আসামী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের গোলাঘাট গ্রামের মৃত মছাব্বির আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ অক্টোবর ২০২০ খ্রি:তারিখ রাতে বিয়ানীবাজার থানার এএসআই/জাহাঙ্গীর আলম গোপনের সূত্রে দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী এনাম উদ্দিনকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে আটক করে। ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিল। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।

গ্রেফতারের বিষয়টি বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় নিশ্চিত করে জানান যে, সিলেট পুলিশ সুপারের সার্বিক নিদের্শনা মোতাবেক সাজাপ্রাপ্ত আসামীসহ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের অভিযান চলমান থাকবে।

Back to top button