কানাইঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষতি

সিলেটের কানাইঘাট উপজেলার চতুল বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১২টি দোকান ঘর। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। আজ রোববার (১১ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন এ খবর নিশ্চিত করে জানান, চতুল বাজারের ব্রিজ সংলগ্ন হরিপদ শর্মার টিন শেড মার্কেটে এ আগুন লাগে। আগুনে ব্যবসায়ী জালাল আহমদ, ফখরুল ইসলাম, রিমন, অনিল বিশ্বাস ও আব্দুর রশীদের দোকানসহ ১২টি দোকান পুরোপুরি পুড়ে গেছে।
খবর পেয়ে কয়েক ঘন্টা পর জৈন্তাপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে এর আগেই আগুনে দোকানগুলো পুরোপুরি ভস্মিভূত হয়ে যায়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলতে পারছি না।’