বিয়ানীবাজারে হঠাৎ করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, একদিনে আক্রান্ত ৭
বিয়ানীবাজার টাইমসঃ হঠাৎ করে বিয়ানীবাজারে বেড়েছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শুক্রবার দুই দফায় মোট সাতজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৯৭ জনে।
শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
নতুন আক্রান্তদের প্রথম দফায় শনাক্ত হয়েছেন ৫জন। তারা হলেন- তিলপাড়া ইউনিয়নের দক্ষিণ মাটিজুরা গ্রামের মাহিদুর রহমান (৩১), মাথিউরা ইউনিয়নের রায়বাসী গ্রামের মহসিনুর রাজা (৩১) ও শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামের মাকসুদুল হক চৌধুরী (৩৪) এবং পৌরসভার নয়াগ্রামের আমির হোসেন (২৯) ও নবাং এলাকার আব্দুর রশিদ (৫৭)।
অন্যদিকে, একইদিন রাতে দ্বিতীয় দফায় নতুন আরও দুজন পজিটিভ শনাক্ত হয়েছেন। তারা হচ্ছেন- উপজেলার শেওলা ইউনিয়নের ঘড়ুয়া গ্রামের মো. তাজুল ইসলাম (৩৫) ও মাথিউরার জাহানারা বেগম (২৯)। তারা দুজনেই বিদেশযাত্রী।
এদিকে, উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে ২১জন রোগী মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে, এ উপজেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করে ৩২৪জন রোগী সুস্থ হয়েছেন।