বিয়ানীবাজারে ভাইকে হত্যার কথা আদালতে স্বীকার করলো তানভীর

বিয়ানীবাজারঃ বিয়ানীবাজার কোনাগ্রামে নিজের বড় ভাই কামরুল ইসলামকে খুনের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে ঘাতক তানভীর আহমদ। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, কামরুল খুনের ঘটনায় তার বড় ভাই সুনাম উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৩। এ মামলায় পুলিশের হাতে আটক ছোট ভাই তানভীরকে একমাত্র আসামী করা হয়েছে।
পুলিশ সূত্রমতে, পারিবারিক কলহের জের ধরে গত বুুধবার দিবাগত রাত ৩ টায় ধারালো দা’র কোপ দিয়ে হত্যা করে তার আপন ছোট ভাই তানভীর আহমদ। এ ঘটনার পরপরই সে পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিছরাবন্দ এলাকায় তার বোনের বাড়ি পালিয়ে যায়। বিয়ানীবাজার থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬ টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল হক বলেন, সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে খুনের দায় স্বীকার করেছে তানভীর। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।