বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজার ১০ ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার ১০টি ইউনিয়নের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। শুক্রবার পৌরশহরের একটি হলরুমে অনুষ্ঠিত উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সভায় এ সিন্ধান্ত গ্রহন করা হয়।
একই সাথে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সবকটি ইউনিয়নে বিএনপির কমিটি ঘোষনা দেওয়ার সিন্ধান্ত গৃহিত হয়। এছাড়া সভায় বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল মতলিব, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মরহুম জসিম উদ্দিন, দুবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম আবদুল মন্নানের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
উপজেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং ১ম সদস্য সাবেক সভাপতি নজমুল হোসেন পুতুলের সঞ্চালনায় সকল সদস্য বৃন্দ বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, সভায় ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ২৩জন সদস্য উপস্থিত ছিলেন।