বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৯ আসামী গ্রেফতার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামী এবং পরোয়ানা ভুক্ত আরেক আসামীকের গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানায় বিয়ানীবাজার পুলিশ।
আটককৃত সাজাপ্রাপ্ত দুই আসামী হাজী বোরহানউদ্দিন (৪০), ইলিয়াস উদ্দিন (৩৫), এবং পরোয়ানাভুক্ত অপর দুই আসামী শাহাবুদ্দিন উদ্দিন (৫০) এবং জাকির আহমদ (২০) সহ মোট ৯জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করে পুলিশ।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, সিলেট পুলিশ সুপারের সার্বিক নিদের্শনা মোতাবেক সাজাপ্রাপ্ত আসামীসহ পরোয়ানা আসামী গ্রেফতারের অভিযান চলমান থাকবে।