বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে আওয়ামিলীগ নেতা কনক অসুস্থ, দোয়া কামনা

বিয়ানীবাজার টাইমস: বাংলাদেশ আওয়ামীলীগ বিয়ানীবাজার উপজেলা শাখার সদ্য সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কনক কান্দি ধর গুরুত্বর অসুস্থ। গত রবিবার তিনি মেরুদণ্ড নার্ভের সমস্যা নিয়ে ঢাকার মোহাম্মদ পুরের কেয়ার হাসপাতালে ভর্তি হন।

আজ শুক্রবার বিকেল ৩ টায়  পিজি হাসপাতালের অর্থপেডিক সার্জন অধ্যাপক শহিদুল ইসলামের তত্ত্বাবধায়নে তার মেরুদণ্ডে অস্ত্রপাচার করা হবে। তিনি দীর্ঘ দিন থেকে মেরুদণ্ডের নার্ভ সমস্যায় ভুগছিলেন।
তিনি রোগ থেকে মুক্তি ও দ্রুত সুস্থতার জন্য রাজনৈতিক সহ যোদ্ধা,আত্মীয় স্বজন,বন্ধু বান্ধব, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, দেশ বিদেশে শুভানুধ্যায়ী সহ সকলের কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন।

কনক কান্দি ধর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও ছাত্র-যুব ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সাবেক সভাপতি হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছিলেন।

Back to top button