বিয়ানীবাজারে শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৬ (ভিডিওসহ)

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরশহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দক্ষিণ বাজারে সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারিচালিত অটোরিক্সা (মিশুক) চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে ব্যাটারি চালিত অটোরিক্সা চালকরা দক্ষিন বাজারে নিজেদের দাবীর পক্ষে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা সিএনজিচালিত অটোরিক্সা চালকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় কয়েকটি ব্যাটারিচালিত অটোরিক্সা ভাংচুরের ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হন।
খবর পেয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় এবং ওসি (তদন্ত) জাহিদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ব্যাটারি চালিত আটো রিকশা চালক সাদ্দাম হোসেন জানান, বৈরাগীবাজার থেকে যাত্রী নিয়ে বড়লেখায় যাওয়ার সময় দক্ষিণবাজারস্থ সিএনজিচালিত অটোরিক্সা স্ট্যান্ড থেকে মারধর করা হয় এবং গাড়িতে থাকা যাত্রীদের নির্যাতন করেন৷
সংঘর্ষের ঘটনায় দিনভর পৌর শহরে উত্তেজনা বিরাজ করে দু পক্ষের মধ্যে। পরে দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম পল্লবের অফিসে বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা মৌসুমী মাহবুবের উপস্থিতিতে উপজেলা চেয়ারম্যান দুই পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন এবং আগামী ২৮ তারিখের পর পৌরমেয়রের উপস্থিতিতে এ সমস্যার সমাধান করবেন বলে জানান।
এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।