বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে পরীক্ষা না হওয়ার খুশিতে এইচএসসি পরিক্ষার্থীদের মিষ্টি বিতরণ!

বিয়ানীবাজার টাইমস: সারাদেশে এইচ এস সি পরিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ঈদের দিনের সামিল। গত এপ্রিল মাসে এইচ এস সি পরিক্ষা হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারনে পরিক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে দীর্ঘ ৮ মাস থেকে পরিক্ষা নিয়ে নানা তথ্য শুনা গেলেও আজ শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি নিজেই ঘোষণা দেন এবার হচ্ছেনা এইচ এস সি পরিক্ষা ।জে এস সি এবং এস এস সি পরিক্ষার রেজাল্ট অনুযায়ী ডিসেম্বর মাসে ফলাফল ঘোষণা করা হবে৷

এমন সংবাদে বিয়ানীবাজার সহ সারাদেশের শিক্ষার্থীরা আনন্দে উল্লাসে মেতে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শিক্ষামন্ত্রীর প্রসংশা করে। আজ বুধবার (৭ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার সরকারি কলেজের এইচএসসি পরিক্ষার্থীরা পৌর শহরে মিষ্টি বিতরণ করে।

এ সময় তারা জানান, শিক্ষামন্ত্রীর এমন সিদ্ধান্ত ১৪ লাখ পরিক্ষার্থীর জীবন রক্ষা পেয়েছে। তারা এমন একটি সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। এ সিদ্ধান্তে তারা পৌর শহরে মিষ্টি বিতরণ করেন৷

Back to top button