বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ বিক্রয় প্রতিনিধির উপর চিকিৎসকের হামলার অভিযোগ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা কাটাকাটির জের ধরে চিকিৎসকের হামলায় এক ঔষধ বিক্রয় প্রতিনিধি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত ঔষধ বিক্রয় প্রতিনিধির নাম আব্দুল করিম (৩০)।

তিনি বিয়ানীবাজারে এ্যাপেক্স ফার্মার বিক্রয় প্রতিনিধি হিসাবে কর্মরত। আহত ঔষধ বিক্রয় প্রতিনিধি নিজে এবং তার সহকর্মীরা এই অভিযোগ করেছেন।

বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অভিযোগকারিরা। এ ব্যাপারে বিয়ানীবাজার ঔষধ বিক্রয় প্রতিনিধিদের সংঘটন ফারিয়ার এক নেতা মুঠোফোনে বিষয়টির সত্যতা নিশ্চিত করে সমাধানের চেষ্টা চলছে বলে জানান।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান অভিযোগ অস্বীকার করে জানান, এটি স্রেফ একটি ভুল বুজাবুজি। এসময় তার মুঠোফোনে ফারিয়ার কর্মকর্তাও অভিযোগ অস্বীকার করে সমাধানের চেষ্টা চলছে বলে জানান।

বিস্তারিত পরবর্তী প্রতিবেদনে…

Back to top button