বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে ক_রো_না_য় আরেকজনের মৃত্যু, মোট মৃত ২১

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে করোনা আক্রান্ত আরেকজনের মৃত্যুর খবর দিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ দুপুরে উপজেলার লাউতা গ্রামে করোনা আক্রান্ত ব্যাক্তি মারা যান। মৃত বৃদ্ধের নাম শুভ পাল (৬০)।

তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান। এনিয়ে উপজেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ এ। গত রবিবার তার করোনা পজিটিভ ধরা পড়ে।

এদিকে মৃতের স্বাস্থ্যবিধি মেনে সৎকার করেছেন তার পরিবারের সদস্যরা। বুধবার ভোর ৪ টার দিকে তার সৎকার করা হয়।

উল্লেখ্য, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী উপজেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮৯ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ২২৪ জন, মৃত্যুবরন করেছেন ২১ জন এবং বাকীরা চিকিৎসাধীন।

 

Back to top button