বিয়ানীবাজার সংবাদ

দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদে বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত

বিয়ানীবাজার টাইমসঃ কেন্দ্রীয় ছাত্র জমিয়তের কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার পৌর শাখা’র উদ্যোগে বিয়ানীবাজার পৌর শহরে এমসি কলেজ ও নোয়াখালী -সহ দেশব্যাপী ধর্ষণ-নির্যাতনের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাসির দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ পরবর্তী পথসভায় পৌর ছাত্র জমিয়ত সেক্রেটারি মনজুরুল হাসানের পরিচালনায় সভাপতিত্ব করেন শাখা সহ সভাপতি হাফেজ আবদুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল হামিদ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ সাধারণ সম্পাদক রায়হান আহমদ ও উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি দিলাওয়ার হোসাইন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা কালিমুল্লাহ ফাহাদ,যুবনেতা সাহেদ আহমদ সুমন , ছাত্রনেতা ওয়াহিদুর রহমান, শরীফুল হাসান, আবুল কালাম, মাহবুব আলম, আতিকুর রহমান, জাহেদ আহমদ, রেদোয়ান আহমদ, সালমান আহমদ, হাফিজ কিবরিয়া, জুনায়েদ আহমদ, বদরুল ইসলাম, লুকমান আহমদ, আব্দুল হামিদ, রাহাত, হোসাইন, তাহিদ আহমদ ফয়সাল, আবু সাইদ বিন বুরহান, আবু সুফিয়ান সহ জমিয়ত যুবজমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।-প্রেসবিজ্ঞপ্তি

Back to top button