বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার থানা পুলিশ অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে। সোমবার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধৃত মঈনুল ইসলাম (৪৫), ঘুঙ্গাদিয়া গ্রামের মৃত মিসির আলীর পুত্র। তার বিরুদ্ধে আদালতের এক বছরের সাজা পরোয়ানা রয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বিয়ানীবাজার থানার সাব ইন্সপেক্টর (এসআই) রুমেন আহমদ। সার্বিক নির্দেশনায় ছিলেন অফিসার ইনচার্জ হিল্লোল রায়, ওসি (তদন্ত) জাহিদুল হক।

থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, একে একে সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামী মঈনুলকে আজ আদালতে প্রেরণ করা হবে।

Back to top button