বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে নতুন করোনায় আক্রান্ত হলেন আরো দুইজন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে নতুন করে আরো দুইজন করোনা আক্রান্তের খবর জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তাদের অফিসিয়াল পেইজে এ তথ্য জানায়। নতুন করে আক্রান্তদের মধ্যে একজনের বাড়ী উপজেলার লাউতা ইউনিয়নের বাহাদুপুর গ্রামে এবং অপরজনের বাড়ি কুড়ারবাজার ইউনিয়নের আংগারজুর গ্রামে।
এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৯ জনে।
উল্লেখ্য, এখন পর্যন্ত উপজেলায় আক্রান্ত ৩৮৯ জন রোগীর মধ্যে সুস্থ হয়ে উটেছেন ৩২৪ জন, মৃত্যুবরন করেছেন ২০ জন এবং বাকিরা স্বাস্থ্য কমপ্লক্সের অধীনে নিজ ঘরে চিকিৎসাধীন।