বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার নিয়ে তরুন শাওনের নতুন গান” আমরা হক্কল বিয়ানীবাজারী”

বিয়ানীবাজার টাইমসঃ ইউটিউবে শাওন অফিসিয়াল নামের একটি ব্লগিং চ্যানেল তৈরি করেন তরুন এস এম আবিদ রেজা শাওন। শুরুর দিকে বিয়ানীবাজারের ইতিহাস ঐতিহ্য নিয়ে ভিডিও তৈরি করলেও সকলের উৎসাহ এবং সমর্থন পেয়ে সম্প্রতি বিয়ানীবাজার নিয়ে গত ১ অক্টোবর তার নতুন একটি গান ” আমরা হক্কল বিয়ানীবাজারী ” মুক্তি দিয়েছেন। গানটিতে বিয়ানীবাজারের জলঢুপি কমলা আনারস সহ দেশ বিদেশে বিয়ানীবাজারের মানুষের অবদানের কথা উল্লেখ্য করা হয়।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে সারা ফেলেছে শাওনের গানটি। জুবের আহমেদ মুন্নার সম্পাদনায় এস এম আবিদ রেজা শাওনের কথা ও সুরে গানটি দর্শক জনপ্রিয়তা পাওয়ার আশায়।

তরুন শাওন জানান, ইউটিউবের উপর এখন পুরো অনলাইন নির্ভর। তবে কেউ কেউ খারাপ ভাবে উপস্থাপন করছে। বিয়ানীবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে শাওন সকলের দোয়া চান৷

Back to top button