বিয়ানীবাজারের সাধারণ জিয়ার অসাধারণ ক্রিকেট কীর্তি (ভিডিওসহ)
মহসিন রনিঃ জিয়াউর রহমান জিয়া বিয়ানীবাজারের ক্রিকেটের এক জীবন্ত কিংবদন্তি। শত শত ক্রিকেটার গড়ার কারিগর জিয়াউর রহমান জিয়া ১৯৯৫ সালে নিজে হাতে গড়ে তুলেন ক্রিকেট ক্লাব বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ। কালে বিবর্তনে দুই যুগের বেশির সময় পার করেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। বিয়ানীবাজার থেকে দল গঠন করে সিলেটের বিভিন্ন উপজেলায় পরিচিত করেছেন বিয়ানীবাজারকে জানিয়েছেন ক্রিকেটে পিছিয়ে নেই প্রবাসী অধ্যুষিত এই উপজেলাটি।
আধুনিকতার ছোয়ায় বিয়ানীবাজারের ক্রিকেট এগিয়ে গেছে। তবে পেছনের গল্পটা যে শুধুই জিয়াউর রহমান জিয়ার ক্রিকেটকে বাচিয়ে রাখতে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদকে নিয়ে কাজ করেছেন তিনি। মুলত বঙ্গবন্ধুর আদর্শে পড়ালেখার পাশাপাশি মাদকাসক্তি থেকে দুরে থাকতে তরুনদের নিয়ে কাজ করেন তিনি।
বিয়ানীবাজার টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শুরুর দিকে ক্রিকেট বলের খেলা এত জনপ্রিয় ছিল না তবে কালের বিবর্তনে ক্রিকেট বলের জনপ্রিয়তা বেড়েছে সেই সাথে বিয়ানীবাজারের সিংহভাগ ক্রিকেটাররের উত্তান হয় ঐতিহ্যবাহী এই ক্লাবের মাধ্যমে৷ ক্রিকেটার তৈরির এই কারিগরের কোনো স্বপ্ন নেই, সহজ সরল জীবনযাপনেই ক্রিকেটের সাথে থেকেই বাকি জীবন পার করে দিতে চান। বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ নিয়ে স্বপ্ন কি এমন প্রশ্নের উত্ততরে জিয়া বলেন ঐতিহ্যবাহী এই ক্লাবটি মুজিবের আদর্শে দুই যুগের বেশি সময় থেকে ক্রিকেট সহ নানা সামাজিক কর্মকান্ডে অবদান রেখে যাচ্ছে।স্বপ্ন চাইলেও দেখা সম্ভব না কারন পরিস্থিতিতে চাইলেও অনেক কিছু সম্ভব না। তবে নিজের ক্লাবের বর্তমান তরুনদের প্রতি তার অগাধ বিশ্বাস তারা ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে বিয়ানীবাজারের প্রতিনিধিত্ব করবে এমনটা বিশ্বাস তার।
উপজেলা ক্রিকেট লীগ,পৌর কাপ, বঙ্গবন্ধু ক্রিকেট লীগ সহ অসংখ্য টুর্নামেন্টে বিজয়ী হয় বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ। তবে শুধু ক্রিকেট নয় নানা জাতীয় দিবসে কর্মসূচি পালন করে ঐতিহ্যবাহী এ ক্রিকেট ক্লাবটি।
ক্রিকেটার তৈরিতে জিয়ার অবদান ভুলার নয়। তাই তো বর্তমান ক্রিকেটাররা ও জিয়ার প্রতি কর্তৃজ্ঞতা জানান। বর্তমানে বিয়ানীবাজার ওপেনিংয়ে সেরা ব্যাটসম্যানদের একজন ক্রিকেটার রাজেল আহমেদ জানান ২০১০ সালে জিয়ার হাত ধরেই তার ক্রিকেটে হাতেখড়ি জিয়ার অবদান তিনি কোনো দিন ভুলবেন না। সেই সাথে জিয়া ভাই যেন ক্রিকেটের সাথে আজীবন এভাবে নিস্বার্থ ভাবে পাশে থাকেন এমনটায় চাওয়া তার।
সাবেক ক্রিকেটার ও বর্তমান সফল সংগঠক সালেখ আহমেদ বলেন, ক্রিকেটে তার অভিষেকের পর থেকেই জিয়ার অবদান অস্বীকার্য। জিয়া বিয়ানীবাবাজারের বট গাছ যার ছায়ায় আলোকিত হয় এই অঞ্চলের ক্রিকেট শত শত ক্রিকেটার তৈরির কারিগর জিয়াকে আজীবন মনে রাখবে বিয়ানীবাজারের ক্রিকেট পাড়া। তাই তো সহজ জীবনযাপন করা জিয়াদের অবহেলা নয় স্যালুট।