বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে কমেছে করোনা আক্রান্তের সংখ্যা, সুস্থ হলেন আরো ২০জন

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান অনুযায়ী বিয়ানীবাজারে কমছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, সুস্থ হচ্ছেন আক্রান্ত রোগীরা। এরই ধারাবাহিকতায় সোমবার আরো ২০ জন রোগী ভালো হয়েছেন বলে জানিয়েছে  বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। সোমবার ( ২৮ সেপ্টেম্বর) ভোরে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসিয়াল পেইজে এই তথ্য জানানো হয়।

এনিয়ে উপজেলায় আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৩১৮ জন।

নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের কর্মকর্তা মোঃ আব্দুল মালেক (৫৫), ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাহফুজুল্লাহ (৩৮), আলীনগর চন্দরপুর এলাকার মাহফুজ আহমেদ চৌধুরী (১৬), মাসুম আহমেদ চৌধুরী (২৪), এনাম আনোয়ার চৌধুরী (৬৭), শাজিয়া খানম চৌধুরী (৫০), এসমা খানম চৌধুরী (১০০), উত্তর চন্দরপুর এলাকার ইকবাল আহমেদ রিজু(২৩), মুড়িয়া ইউপির নয়াগ্রাম এলাকার মোঃ রাশেদুজ্জামান (২৭), মাথিউরা এলাকার আব্দুল খালিক(৭৭), সুরাতুন জুম্মা (০২), চারখাই ইউপির কাকুরা এলাকার জসীম উদ্দিন (৩৫), দক্ষিণ মাথিউরা এলাকার হাজেরা বেগম (৩৬), পুর্বপার এলাকার রিপা বেগম (৩৮), ইশরাত জাহান (১২), মর্জিনা ইসলাম (৩৩), রহিম উদ্দিন (৪০), উপজেলা কৃষি অফিসের মোঃ আশরাফুল আলম(৩৪), বিয়ানীবাজার পৌরসভার কসবা এলাকার ঝর্ণা বেগম (৩৩), নিমতলার মনোয়ারা বেগম (২৭)।

উল্লেখ্য, এনিয়ে উপজেলার আক্রান্ত হয়েছে ৩৮৬ জন, মৃত্যুবরন করেছেন ২০ জন এবং এখোনো চিকিৎসাধীন ৪৮জন।

Back to top button