বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার সুনাই নদীতে নিখোঁজ কিশোরের লাশ হাওর থেকে উদ্ধার

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার সুনাই নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে হয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নিহত কিশোরের স্বজনরা। গত মঙ্গলবার দুপুর থেকে সুনাই নদীতে পড়ে নিখোঁজ ছিলো ঢাকা থেকে আত্নীয়ের বাড়িতে বেড়াতে আসা এই কিশোর (১৩)।

লাউতা ইউনিয়ন চেয়ারম্যান গৌছ উদ্দিনের ভাই শিক্ষক জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে হাকালুকি হাওরাঞ্চলে (সৎপুর খালের মুখ) তার লাশ ভেসে উঠে। লাশ দেখে স্থানীয়রা চারিদিকে খবর জানালে স্বজনরা গিয়ে তার লাশ নিশ্চিত করে তাকে নিয়ে আসেন। বর্তমানে তার লাশ ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, নি’খোঁজ কি’শোর বাবার মামাতো ভাইয়ের বাড়িতে বিয়ে উপলক্ষে পরিবারে সাথে সপ্তাহখানেক আগে বেড়াতে আসেন। গত মঙ্গলবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে বাচ্চাদের সাঁতরাতে দেখে কৌতুহলবসত সেও নদীতে ঝাপ দেয়। এর পর থেকে সে নি’খোঁজ ছিলো।

Back to top button