বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে আত্নীয়ের বাড়িতে বেড়াতে এসে সুনাই নদীতে কিশোর নিখোঁজ

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলায় আত্নীয়ের বাড়িতে বেড়াতে এসে সুনাই নদীতে এক কিশোর নিখোঁজ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিসের এক ডুবুরি দল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লাউতা ইউনিয়নের দক্ষিন টিকরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোরের (১৪) বাড়ি ঢাকায়। সে লাউতা ইউনিয়নের দক্ষিণ টিকরপাড়া গ্রামের রহিম উদ্দিনের ভাতিজা।

নিখোঁজ কিশোর বাবার মামাতো ভাইয়ের বাড়িতে বিয়ে উপলক্ষে পরিবারে সাথে সপ্তাহখানেক আগে বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে বাচ্চাদের সাঁতরাতে দেখে কৌতুহলবসত সেও নদীতে ঝাপ দেয়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। সে সাঁতার জানতো না বলে জানিয়েন তার পরিবারের সদসরা।

Back to top button