বিয়ানীবাজার সংবাদ

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিয়ানীবাজার থানার নবাগত ওসি হিল্লোল রায়

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিয়ানীবাজার থানার নবাগত ওসি হিল্লোল রায়। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে মতবিনিময় সভায় বিয়ানীবাজারবাসীর সহযোগীতা চেয়ে নবাগত ওসি বলেন, বিয়ানীবাজারকে অপরাধমুক্ত করতে পুলিশ তার সর্বোচ্চ করে যাবে। কোনোভাবেই আইনের অবনতি দেয়া যাবেনা, মাদক-সন্ত্রাস-জঙ্গিবাদ বিষয়ে পুলিশের অবস্থান থাকবে কঠোর।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি সজীব ভট্রাচার্য, সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়, জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, সাংবাদিক হাসানুল হক উজ্জল, ফয়জুল হক শিমুল, মুকিত মোহাম্মদ, হাসান শাহরিয়ার, মাসুম আহমদ, সুয়াইবুর রহমান স্বপন, সুফিয়ান আহমদ, শিপার আহমদ পলাশ, তোফায়েল আহমদ, আবু তাহের রাজু, তাজবির আহমদ ছাইম ও সাদিক হোসেন এপলু প্রমুখ।

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ অযথা কোন সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য ওসির সহযোগিতা কামনা করেন। কোন ঘটনার তথ্য যাতে দ্রুত পেতে পারেন সে বিষয়েও পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন।

Back to top button