ক্রীড়া প্রেমী কাওসারের মৃত্যুতে ক্রিকেট এসোসিয়েশনের শোক প্রকাশ
বিয়ানীবাজার ঃ বিয়ানীবাজারে ক্রীড়া প্রেমী কাওসার আহমেদের অকালে চলে যাওয়া মেনে নিতে পারছে না ক্রীড়া সংগঠক সহ সর্বস্তরের মানুষ। বড় বড় টুর্নামেন্ট গুলোতে সব সময় মাঠের চারপাশে ঘুরাঘুরি করে মাতিয়ে রাখতে তিনি। মানসিক প্রতিবন্ধী হলেও বোধশক্তি ছিল কাওসার আহমেদ। বিগত কয়েকটি ক্রিকেট টুর্নামেন্ট পূর্নতা পেয়েছে কাওসারের উপস্থিততে।
তাই তো কাওসারের অকালে চলে যাওয়া শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট পাড়ায় বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশন কাওসারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
মঙ্গলবার এক বার্তায় সংগঠনটির সভাপতি রাজেল আহমেদ সাক্ষরিত এক শোক বার্তায় কাওসারের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় রাজেল আহমেদ বলেন কাওসার আহমেদ ছিল ক্রিকেট এসোসিয়েশনের প্রতিটি বড় বড় টুর্নামেন্ট মাঠ মাতিয়ে রাখতে সে। কাওসারকে চাইলে ও এতো সহজে ভুলা যাবে না।
উল্লেখ্য, কাওসার আহমেদ সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২ঃ৩০ মিনিটে শ্রীধরায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন৷