বিয়ানীবাজার সংবাদ
ক্রীড়াপাগল কাউসারকে অশ্রুসিক্ত বিদায়
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ সহজ-সরল কাউসারকে অশ্রুসিক্ত নয়নে বিদায় দিলেন বিয়ানীবাজারের মানুষ। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়।
কাউসার আহমদের জানাজায় বিয়ানীবাজারের ক্রীড়াঙ্গন ছাড়াও সামাজিক, রাজনৈতিক বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজা পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর।
উল্লেখ্য, বিয়ানীবাজারে ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ কাউসার আহমদ রবিবার দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ি শ্রীধরায় মৃত্যুবরন করেন। তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।