বিয়ানীবাজার সংবাদ
ক্রিকেটপ্রেমী কাউসারের জানাজা সকাল ১১টায়, বিয়ানীবাজারজুড়ে শোকের ছায়া
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের অতিপরিচিত মুখ, সদা হাস্যজ্জ্ব্যোল ও ক্রিকেটপ্রিয় কাওছার আহমদ কয়ছর এর জানাজার নামাজ আজ সকাল ১১ টায় শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে পরিচিত সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।
এদিকে রবিবার রাতে কাউসারের আকস্মিক মৃত্যু সংবাদে বিয়ানীবাজারজুড়ে মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে, বিশেষ করে ক্রীড়াঙ্গনে। তার প্রতিফলন দেখা গেছে, সোশ্যাল মিডিয়া ফেসবুকের নিউজফিড ভরে উঠেছে কাউসারের স্মৃতিচারনে। কাউসারের সাথে সুখের স্মৃতি স্মরন করে সবাই শোক প্রকাশ করেছেন।
অন্যদিকে, সহজ সরল কাউসারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক, সামাজিক এবং ক্রীড়াঙ্গনের সাথে জড়িত বিভিন্ন সুধীজন।
উল্লেখ্য, কাওছার রোববার দিবাগত রাত ১২ টায় পৌর এলাকার শ্রীধরা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন।