বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার থেকে ঔষধ বিক্রয় প্রতিনিধি অপহরন, ৫ অপহরনকারি জেল হাজতে

বিয়ানীবাজার টাইমসঃ পাওনা টাকা আদায়ের জের ধরে বিয়ানীবাজার থেকে এক ঔষধ বিক্রয় প্রতিনিধিকে অপহরন চেষ্টায় বড়লেখায় আটক ৫ অপহরনকারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করে বিয়ানীবাজার থানা পুলিশ। অপহরন ঘটনায় নিজে বাদী হয়ে মামলা (১৫/১১-০৯-২০২০) করেছেন অপহরনের শিকার এ্যাপেক্স ফার্মার বিয়ানীবাজারের বিক্রয় প্রতিনিধি জকিগঞ্জ উপজেলার আব্দুল করিম লস্কর।

অপহরন ঘটনায় আটকরা হলেন, জুড়ী উপজেলার উত্তর বড় ডহর এলাকার মৃত সৈয়দ আব্দুল হান্নানের পুত্র আব্দুর রশিদ (৩০), একই উপজেলার বাছির পুর এলাকার দুলাল আহমদের পুত্র শাকিল আহমদ (২৩), শওকত আলীর পুত্র সুমন আহমদ (২২), বেলাগাও এলাকার মৃত আব্দুল মতিনের পুত্র মাইক্রো চালক ফরমুজ আলী এবং বড়লেখা উপজেলার রাফিনগর এলাকার হাফিজ উদ্দিনের পুত্র মাহাবুর আহমদ (২৩)।

পুলিশ জানায়, অপহৃত আব্দুল করিম লস্করের কাছে অপহরণকারিদের টাকা পাওনা ছিল। ব্যবসার ১৮ হাজার টাকা ভিকটিম না দেয়ায় তাকে জোর করে গাড়ি তোলে নেয়। কাননগো বাজার এলাকায় ভিকটিম পানি চাইলে অপহরণকারিরা গাড়ি থামায়। এ সুযোগ কাজে লাগিয়ে ভিকটিম গাড়ির কাঁচ ভেঙ্গে চিৎকার করলে স্থানীয় জনতা ধাওয়া করে কাননগো বাজার এলাকায় গাড়ি আটক করে। পরে বড়লেখা থানা পুলিশের কাছে মাইক্রোসহ আসামী ও ভিকটিমকে সোপর্দ করেন স্থানীয় এলাকাবাসী।

বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, টাকা লেনদেনের জেরে অপহরন ঘটনায় মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Back to top button