বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে ব্যাংকারসহ আজও করোনা আক্রান্ত আরো ৩জন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারের বেসরকারি ব্যাংক ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তাসহ নতুন করে আরো ৩জন করোনা আক্রান্তের খবর দিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ শুক্রবার রাতে তাদের ফেসবুক অফিসিয়াল পেইজে এ তথ্য জানানো হয়। এনিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা গিয়ে দাড়িয়েছে ৩৬৭ জনে।
নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন বিয়ানীবাজার পৌরশহরে অবস্থিত প্রাইভেট ব্যাংক ফাস্ট সিকিউরিটির একজন কর্মকর্তা, মাথিউরা পুর্বপার এলাকার ১জন এবং মোল্লাপুর ইউপির আব্দুল্লাহপুর এলাকার ১ জন।
উল্লেখ্য, এখন পর্যন্ত বিয়ানীবাজার এলাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ১৯জন, সুস্থ হয়েছেন ৫১ জন, বাকীরা চিকিৎসাধীন রয়েছেন।