বিয়ানীবাজার কেন্দ্রীয় মসজিদের পাশে ময়লার ভাগাড়,ভোগান্তিতে মুসল্লীরা
মহসিন রনিঃ বিয়ানীবাজার পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ফেলা হয় আবর্জনা। আর সেই আবর্জনা থেকে মারাত্মক দুর্গন্ধের সৃষ্টি হয়।যার ফলে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিরা পড়েন চরম অস্বস্তিকর পরিস্থিতে। এনিয়ে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে দীর্ঘ দিন থেকে ময়লা আবর্জনা জমে পঁচা দুর্গন্ধতে দুষিত হচ্ছে চারপাশ। মসজিদের পাশে পুকুর পাড়ে ময়লার ভাগাড় জমে থাকায় নাকে হাত দিয়ে প্রবেশ পথে যাতায়াত করেন মুসল্লীরা।
জানা যায়,মসজিদ মার্কেটের পুকুর পাড়ে নিদিষ্ট কোনো ডাস্টবিন না থাকার কারনে এখানে প্রায় ময়লা আবর্জনা ফেলছেন আশপাশের লোকজন। ফলে এসব ময়লা আবর্জনা পঁড়ে সৃষ্টি হয় দুর্গন্ধের। যার কারণে প্রতিদিন নামাজ পড়তে আসা মুসল্লিরা পড়েন ভোগান্তিতে। নামাজ আদায় করতে আসা মুসল্লীরা জানান, দীর্ঘ দিন থেকে ময়লা জমে পঁচা দুর্গন্ধে পরিণত হয়েছে মসজিদের পুকুর পাড়।মসজিদে প্রবেশ পথে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। কর্তৃপক্ষের সুনজর চেয়েছেন মুসল্লীরা৷
জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম এ বিষয়ে বলেন,জেলা পরিষদের তৃতীয় মিটিংয়ে তিনি পুকুর পাড়ে মার্কেট নির্মান ও সৌন্দর্য বর্ধনের বিষটি উপস্থাপন করেন। সব টিক থাকলে আগামী শীত মৌসুমে মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসলেই শুরু হবে কাজ। তবে সাময়িক কোনো ব্যবস্থা নেয়া হচ্ছেনা৷
এ বিষয়ে পৌর মেয়র আব্দুস শুকুর বিয়ানীবাজার টাইমসকে জানান, পুকুর পাড়ারের জায়গা জেলা পরিষদের আওতায় থাকায় এখানে চাইলে ও পৌর সভা কিছু করতে পারবে না। তবে যেকোনো সহযোগিতা করতে সব সময় প্রস্তুত বিয়ানীবাজার পৌর সভা।