বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার থেকে ঋন দেয়ার নাম করে কয়েক লক্ষাধিক টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

বিয়ানীবাজার টাইমস প্রতিবেদনঃ বিয়ানীবাজারে কয়েক লাখ টাকা নিয়ে উধাও হয়েছে সিলেট সেভিংস এন্ড ক্রেডিট সি এস লিমিটেড নামের একটি প্রতারক চক্র । পৌর শহরে দাসগ্রামের আছাবুন সেন্টারে একটি বাসা ভাড়া নিয়ে স্থানীয় অনেক ব্যবসায়ী ও দিনমজুরদের ঋণ দেয়ার কথা বলে কয়েক লক্ষাধিক টাকা জামানত নিয়ে পালিয়ে যায় এই প্রতারক চক্র।

সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার ঋন দেওয়ার কথা থাকলে ও বুধবার থেকে তালা জুলছে প্রতিষ্ঠানটির কার্যালয়ে। বৃহস্পতিবার সকাল থেকে গ্রাহকরা ভীড় জমাতে থাকেন। এ সময় দিনমজুর দরিদ্রদের আহাজারি করতে দেখা যায়। এদের মধ্যে অনেকের দশ হাজার টাকা থেকে শুরু করে লাখা টাকা নিয়ে উধাও হয় এই প্রতারক চক্রটি।

এ বিষয়ে বাসার মালিকের সাথে কথা বলতে চাইলে মালিকের ভাগ্নী পরিচয় দিয়ে ইমা নামের এক তরুণী জানান, তারা যথাযথ নিয়ম মেনেই তাকে থাকার জন্য বাসা হিসাবে ভাড়া দেন, তবে পরে অফিসিয়াল কার্যক্রম শুরু করলে তাদেরকে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। এখন বুধবার থেকে অফিস বন্ধ, অনেকেই আসছেন টাকা দিয়েছেন অভিযোগ নিয়ে, এব্যাপারে আমরা অবগত নই।

প্রতারনা করা সমিতির স্থানীয় এজেন্ট কল্পনার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, তারা নিজেও প্রতারিত হয়েছেন, মুল প্রতারক জাকারিয়ার বিরুদ্ধে তারা আইনী ব্যবস্থা নিচ্ছেন।

ভুক্তভোগীদের মধ্যে পৌর শহরের অনেক ব্যাবসায়ী ও এই ঋণ সংস্থা থেকে প্রতারিত হারিয়েছেন কয়েকলাখ টাকা তবে লজ্জায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হোননি কেউ । এ বিষয়ে সিলেট সেভিংস এন্ড ক্রেডিট সিএস লিমিটেড এর ম্যানেজার জাকারিয়া আহমদের মোবাইল (০১৬৪৩৩০৮৯৩২) নাম্বারে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে বিয়ানীবাজার থানার ওসি ( তদন্ত)জাহিদুল হক বলেন, আমরা ঘটনা শুনেছি তবে লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।

Back to top button