বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষনা, স্থান পেলেন যারা
বিয়ানীবাজার টাইমসঃ বহু আলোচনার পর ঘোষনা হলো বিয়ানীবাজার উপজেলা, পৌর এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি। বুধবার (০৯ সেপ্টম্বর) জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম স্বাক্ষরিত প্যাডে এসব আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ছাত্রদলের বিভিন্ন সুত্র এসব কমিটির সত্যতা নিশ্চিত করেছে।
বিয়ানীবাজার উপজেলা আহ্বায়ক হিসাবে কমিটিতে স্থান পেয়ছেন মইনুল রশীদ,যুগ্ন আহ্বায়ক হিসাবে স্থান পেয়েছেন এনামুল ইসলাম, জাহাঙ্গির হোসেন, আবিদ আহমদ জাকারিয়া আহমদ জাহিদ, মাহবুব আলম, আব্দুল হাসিব, উজ্জ্বল আহমদ, হাবিবুর রহমান চৌধুরী ফাহিম এবং সদস্য সচিব হয়েছেন ইমরান আহমদ চৌধুরী ইমন। সদস্য হিসাবে স্থান পেয়েছেন মাজেদ আহমদ চৌধুরী, সৈয়দ খালেদ আহমদ, আবুল কালাম, সুমন আহমদ, আমিনুল ইসলাম রুনু, বদরুল ইসলাম, সাইদুল ইসলাম, মুসা আহমদ, রেজোয়ানুর রহমান.
বিয়ানীবাজার পৌর ছাত্রদলের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন আয়নুল আবেদীন, সদস্য সচিব আরিফুল ইসলাম রনি, সদস্য হিসাবে দায়িত্ব পেয়েছেন তাহিন আহমদ তানহা।
এছাড়া বিয়ানীবাজার সরকারি কলেজ আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান হাবিব, যুগ্ন আহ্বায়ক হিসাবে আফসার আহমদ, শাহ আলম তানভীর, শিমুল আহমদ, আলী ফারহান, মনজুর আলম আফসান আবেদীন, আব্দুর রাজ্জাক আশরাফুল হক, নুরুল লোদি, সদস্য সচিব হিসাবে মারজান হোসাইন এবং সদস্য হিসাবে কমিটিতে স্থান পেয়েছেন শহিদুল ইসলাম,আরিফুল ইসলাম, মাহফুজ আহমদ, ইমতিয়াজ আহমদ রাশেদুল ইসলাম।
তিন কমিটিকেই আগামী ৬০দিনের মধ্যে তাদের অন্তর্ভুক্ত ইউনিটের সকল পুর্নাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেয়া হয়।