বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনা থেকে সুস্থ হলেন আরো ৭জন

নিজস্ব প্রতিবেদক-মহামারী করোনাভাইরাস এ আক্রান্তের সংখ্যা বাড়ার সাথেসাথে বিয়ানীবাজার উপজেলায় নিয়মিত বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নতুন করে আরো ৭জন রোগীকে সুস্থ ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার ৯ই সেপ্টেম্বর বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক প্রতিবেদনে করোনাভাইরাস এর সর্বশেষ পরিস্থিতি ও সুস্থতার বিষয়টি জানানো হয় । এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হলেন মোট ২৫১ জন।

সুস্থদের মধ্যে ৩জন ,পৌরসভা এলাকার ৩জন মাথিউরা ও একজন মুড়িয়া ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন মোঃ সিদ্দিক আহমেদ(৩৬), আজিজুর রহমান (৩৫), নাজমুল হক মোল্লা (৪৮), আব্দুল কাদির জিলানী (৩১),ইকবাল হোসেন তারেক(৩১), তারিকুল ইসলাম (৩৩) এবং নূর উদ্দিন (৫৬)।স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সুস্থ হওয়া ৭জনকে আরো ৭দিন কোয়ারেন্টাইনে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে।

অপরদিকে, বিয়ানীবাজার উপজেলায় করোনাভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৫৮ জন এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন ও চিকিৎসাধীন আছেন ৮৮ জন।

Back to top button