সরকারের কাছে পর্যাপ্ত নিরাপত্তা চাইলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা মৌসুমী মাহবুব
বিয়ানীবাজার টাইমসঃ সম্প্রতি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনার পর থেকে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তা মৌসুমী মাহবুব। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিয়ানীবাজার টাইমসের সাথে একান্ত আলাপচারিতায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন জানিয়ে সরকারের কাছে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।
তিনি জানান, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার বাবা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি। এরই সাথে বাংলাদেশের বিভিন্ন উপজেলায় দায়িত্বরত নির্বাহি কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়ে সরকারের বিশেষ নজর রাখার অনুরোধ জানান।
সাধারন মানুষের পাশে দাঁড়াতে এবং সরকারের নির্দেশনা পালন করতে গিয়ে বিভিন্ন স্বার্থান্বেষী মহলের চক্ষুশুলে পরিনত হয়ে হয় জানিয়ে তিনি আরো বলেন, বিভিন্ন অবৈধ কাজের বিরুদ্ধে নিয়মিত তাদেরকে মোবাইল কোর্ট করতে হয়, সেক্ষেত্রে প্রভাবশালী অনেকের বিরাগভাজন হওয়ার কারনে এরকম হামলার শিকার হতে হয়। তিনি আরও জানান, এখন পর্যন্ত ৪জন সশস্ত্র আনসার তাঁকে রিপোর্ট করেছে। এছাড়া পুলিশের একটি টিম কিছুক্ষণ পরপর উপজেলা কমপ্লেক্স এলাকায় টহল দিচ্ছে।
উল্লেখ্য, ঘোড়াঘাট উপজেলার নির্বাহি কর্মকর্তার উপর হামলার পর তাদের নিরাপত্তায় ১০জন করে সশস্ত্র আনসার সদস্য নিয়োগ দেয় সরকার। শুক্রবার থেকে বিয়ানীবাজার উপজেলা নির্বাহি কর্মকর্তার নিরাপত্তায় ৪জন আনসার সদস্য নিরাপত্তা দেয়া শুরু করেছেন রবিবার তাদের সাথে আরো ৬জন যোগ দিবেন বলে তারা জানান।