বিয়ানীবাজার পৌরশহরে সকাল-বিকাল বিদ্যুৎ থাকবে না কাল

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরশহরে সকাল-সন্ধ্যা বিদ্যুৎ থাকবে না কাল শনিবার। পৌর প্রশাসনের উন্নয়ন কাজ ও বিদ্যুতের প্রধান লাইনের জরুরী মেরামত কাজের জন্য বিকাল ৪টা পর্যন্ত বিয়ানীবাজার পৌরশহরের আংশিক ও লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকা পর্যন্ত বিদ্যু সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পল্লীবিদ্যুৎ জোনাল অফিসসূত্রে জানা গেছে, বিয়ানীবাজার পৌরশহর এলাকায় পৌর প্রশাসনের উন্নয়ন কাজ ও বিদ্যুতের প্রধান লাইনের জরুরী মেরামত কাজের জন্য শহরের আংশিক ও লাউতা ইউনিয়নের জলঢুপ এলাকা পর্যন্ত বিদ্যু সরবরাহ বন্ধ থাকবে। তবে পৌরসভার কসবা, দাসগ্রাম, সুপাতলা ও খাসাড়িপাড়ার আংশিক এলাকায় বিদ্যুৎ সচল থাকবে।
পল্লীবিদ্যুতের বিয়ানীবাজার জোনাল অফিসের ডিজিএম অভিলাশ চন্দ্র পাল বলেন, মেরামত কাজের জন্য সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, গ্রাহকের সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।