লেগে থাকলে বিয়ানীবাজারের ছেলেরা সফলতা পাবে বললেন জাতীয় ফুটবল দলের সাদ উদ্দিন
নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার জলঢুপ কমলাবাড়ি মাঠে জলঢুপ স্পোর্টস একাডেমী বনাম ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচে শুক্রবার নিজেই উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সিলেটের সন্তান সাদ উদ্দিন। তার দল ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমিকে নিয়ে বিয়ানীবাজার আসেন এক সাক্ষাৎকারে টাইমস টিভি ও বিয়ানীবাজার টাইমসকে জানান, বিয়ানীবাজারের ফুটবলারদের খেলার ধরণ ভালো। তবে মাঠ খারাপ থাকায় ভালো পাস হচ্ছেনা লেগে থাকলে এবং ক্লাব কর্তৃপক্ষ তাদের দেওয়া শ্রম যদি এভাবে চালিয়ে যায় তাহলে জলঢুপ স্পোর্টস একাডেমী থেকে একদিন জাতীয় দলে কেউ খেললে অবাক হওয়ার কিছু থাকবে না।
বিয়ানীবাজার থেকে কোনো ফুটবলারের যেকোনো সহযোগিতা প্রয়োজন হলে জাতীয় দলের এই ফুটবলারকে সব সময় পাশে পাবেন এমনটা জানান তিনি।
এর আগে জলঢুপ কমলা বাড়ি মাঠে খেলার প্রথমার্ধে গোলশূন্য ড্র হলে দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত সফল হয় ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি সিলেট। জলঢুপ স্পোর্টস একাডেমীর জালে দু’দুবার তারা বল জড়াতে সক্ষম হয়। তবে নির্ধারিত সময়ের আগে হাসান শিমুল রনিরা বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল পরিশোধ করতে পারেননি ফলে সাদ উদ্দিনের দল ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউতা ইউনিয়নের চেয়ারম্যান গৌস উদ্দিন, জলঢুপ স্পোর্টস একাডেমীর সহ সভাপতি ইমরুল আহমদ,বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর উপদেষ্টা জাবেদ আহমেদ, এনাম আহমদ,জলঢুপ স্পোর্টস একাডেমীর কোচ জামাল আহমদ প্রমুখ।