বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে করোনার ট্রিপল সেঞ্চুরি,স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে অবাধে চলাচল সাধারণ মানুষের!

মহসীন রনিঃ এখন বোধয় মানুষের মাস্ক পরতে অসহ্য লাগে! মাস্কে বিরক্তি এসে গেছে!তা না হলে নিশ্চই মানুষ এটা বিশ্বাস করে ফেলেছে যে করোনা আসার হলে এমনেই আসবে এসব মাস্ক টাস্ক কোন কাজের না।হ্যাঁ এমনটাই হবে। এমনটা না হলে করোনা রোগীর সংখ্যা যেখানে লাফিয়ে বাড়ছে সেখানে মাস্ক ছাড়া ও স্বাস্থ্যবিধি না মেনে কি করে মানুষ জন অবাধে হাট বাজারে ঘুরা ফেরা করে!

প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলায় যেখানে করোনা ভাইরাসে ৩৩১ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন সেখানে এখন আর দশটা দিনের মতই কাটিয়ে দিচ্ছেন বাজারে আসা জনসাধারণেরা। স্বাস্থ্যবিধি মানতে নারাজ সিংহ ভাগ মানুষ।

ঘা ঘেষে রাস্তা পার থেকে শুরু করে সব কিছুতেই স্বাস্থ্যবিধি ও সচেতনতার ছিটেফোঁটাও নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী আগের নিয়মে গণপরিবহনে দুই সিটে একজন যাত্রীর বসার নিয়ম থাকলে মাস্ক হ্যান্ডগ্লাবস ব্যবহারে উদাসীন সবাই৷

সরেজমিনে বিয়ানীবাজার পৌর শহরে দেখা যায়, কেউ মাস্ক আনতে ভুলে গেছেন আবার কেউ পকেটে নিয়ে ঘুরছেন। আবার অনেকে করছেন না মাস্কের যথাযথ ব্যবহার।আর যারা মাস্ক ব্যবহার করছেন তাদের মাস্কের মান নিয়েও প্রশ্ন রয়েছে। যার ফলে করোনা সংক্রমনের আশঙ্কা বাড়ছে বৈ কমছে না।

আগস্টের শেষ সপ্তাহ থেকে শুরু করে বিয়ানীবাজারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোগীর সংখ্যা। তবে আশার খবর আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে বেশিরভাগই সুস্থ হচ্ছেন বাড়িতে থেকেই।

এদিকে সময়ের সাথে করোনার শক্তি কমলে ও কমেনি সংক্রমণ। তবে দিন দিন অসচেতনতা বৃদ্ধি পাওয়ার ফলে বিয়ানীবাজারে করোনার আরও ভয়ানক অবস্থা হতে পারে বলে মনে করছেন বিয়ানীবাজারের সচেতন মহল।তাই প্রানঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার বিকল্প দেখছেন না স্বাস্থ্যবিধরা।

Back to top button