বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে অনলাইনে প্রাথমিকের পাঠদান, বঞ্চিত দরিদ্র শিক্ষার্থীরা (ভিডিও)

বিয়ানীবাজার টাইমস রিপোর্টঃ করোনা পরিস্থিতিতে এখোনো বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। তবে শিক্ষার্থীদের পড়ালেখার মধ্যে রাখতে শুরু হয়েছে অনলাইনে প্রাথমিক শিক্ষার্থীদের পাঠদান। অনলাইনে পাঠদান কর্মসুচি অব্যহত থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছে দরিদ্র শিক্ষার্থীরা। স্মার্টফোন না থাকা, ইন্টারনেটের ব্যবহার না জানা, প্রযুক্তির অজ্ঞতার কারনে অনলাইনে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

বিয়ানীবাজার উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলার একঝাঁক শিক্ষক নিয়ে “বিয়ানীবাজার অনলাইন প্রাইমারি স্কুলের” কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলায় যেখানে হাজার হাজার শিক্ষার্থী সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পেইজে রয়েছে মাত্র ৪৩৬টি লাইক। গত আগস্ট মাসের ৮ তারিখ থেকে এ কার্যক্রম শুরু করা হলেও এতে মিলছে না আশানুরুপ সাড়া, তার প্রমান প্রকাশিত ক্লাসগুলোর ভিউ দেখলেই বুজা যায়। প্রথম দিকে ক্লাসগুলোর ভিউ দুই হাজারের অধিক হলেও সময় সময় তা নেমে আসছে নিচের দিকে।

এব্যাপারে বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম  শ্রেনীর একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, অনলাইন ক্লাস কি সে তা নিজেই না তবে বিদ্যালয় বা সরকারের পক্ষ থেকে সহযোগীতা পেলে তারা ক্লাস করতে পারবে।

শিক্ষার্থীর অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, স্বচ্ছল এবং সচেতন শিক্ষার্থীরা ছাড়া অনলাইন ক্লাস ব্যাপারে কেউই তা জানেনা। তবে এব্যাপারে প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদের এগিয়ে আসা উচিত।

অনলাইন পাঠদান কর্মসুচির সাথে জড়িত কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাহির উদ্দিন জানান, করোনার কারনে অনেক শিক্ষার্থী লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তাদের কথা বিবেচনায় নিয়ে তারা অনলাইনে পাঠদান কর্মসুচি চালিয়ে যাচ্ছেন।

শিক্ষার্থীদের অনলাইন পাঠদানে সংযুক্ত করতে উপজেলার সকল শিক্ষকদের সহযোগীতা চেয়ে নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল ওয়াদুদ বলেন, এটা ঠিক শিক্ষার্থীদের বৃহৎ অংশ এখোনো অনলাইনে পাঠদানের ব্যাপারে জানেনা, তাদেরকে যত দ্রুত সম্ভব এই কর্মসুচির সাথে সম্পৃক্ত করতে হবে।

বিয়ানীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিটু কুমার দে জানান, উপজেলার শিক্ষকরা এগিয়ে এসেছেন অনলাইনে পাঠদানে। আমরা চেষ্টা করে যাচ্ছি করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অনলাইন পাঠদানে উদ্ভুদ্ধ করতে এবং বৃহৎসংখ্যক শিক্ষার্থীকে এ পাঠদানের আওতায় নিয়ে আসার জন্য। দরিদ্র শিক্ষার্থীদের ব্যাপারে তিনি জানান, যাদের স্মার্টফোন নেই তাদের সাথে শিক্ষকরা ফোনে যোগাযোগ করে স্মার্টফোন আছে এমন শিক্ষার্থীদের সাথে সমন্ময় করে পাঠদান করার চেষ্টা করা হচ্ছে।

Back to top button