বড়লেখায় অটোরিকশায় করে মাদক পাচার: গাজাসহ চালক দম্পতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: বড়লেখা থানা পুলিশ শনিবার(২৯ আগস্ট) বিকেলে ৯০০ গ্রাম গাজা ও গাজা বিক্রির টাকাসহ সিএনজিচালিত অটোরিকশা চালক দম্পতিকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরে এরা অভিনব কায়দায় স্কুল মাস্টার সেলিম আহমদেরসিএনজি যোগে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। গ্রেফতার আটোরিকশা চালক দম্পতি হলো– বাবুল পাত্র (৪২) ও আশা পাত্র(৩২)। মাদক পাচারে ব্যবহৃত আটোরিকশা (সিএনজি) থানায় আটক করেছে পুলিশ। এব্যাপারে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইনে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল স্কুল মাস্টার সেলিম আহমদের নম্বরবিহীনঅটোরিকশার (সিএনজি) চালক বাবুল পাত্র ও তার স্ত্রী আশা পাত্র। শনিবার বিকেলে এ দম্পতি মাদক বিক্রি করে জুড়ী থেকেবড়লেখার দিকে ফিরছিল। গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই শরীফ উদ্দিন রতুলি বাজারে বাবুল পাত্রেরঅটোরিকশার (সিএনজি) গতিরোধ করেন। পরে চালক বাবুল পাত্রের স্ত্রী আশা পাত্রের হাতব্যাগ তল্লাশী করে ৯০০ গ্রাম গাজাও মাদক বিক্রির নগদ ২০ হাজার ৪৬০ টাকা উদ্ধারের পর পুলিশ তাদের গ্রেফতার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, স্কুল মাস্টারের নম্বরবিহীন অটোরিকশা চালক দম্পতিদীর্ঘদিন ধরে কুলাউড়া, বড়লেখা ও জুড়ী এলাকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা করছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। বেশকয়েকদিন ধরে পুলিশ তাদের গতিবিধি লক্ষ্য করছিল। শনিবার বিকেলে মাদকের চালান নিয়ে কুলাউড়া ও জুড়ী থেকেবড়লেখায় ফেরার গোপন সংবাদে রতুলি বাজারে পুলিশ তাদের চার্জ করে গাজা ও মাদক বিক্রির টাকাসহ তাদের আটক করেছে।রাতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।