বিয়ানীবাজারে বাড়ছে করোনা রোগী, সুস্থ হলেন আরো ৭জন
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে নিয়মিত, গতকাল রবিবার রাতে নতুন করে ৬জন আক্রান্তের খবর দিয়েছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এনিয়ে বিয়ানীবাজারে আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়ালো ২৯৮ তে।
এদিকে, করোনা থেকে আরো ৭জন সুস্থ হওয়ার খবর জানিয়েছে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে উপজেলার দুবাগ ইউপির শেওলা স্থলবন্দর এলাকার মনজুরুল আমীন(৩২), কায়সার মোহাম্মদ মহীউদদ্দীন(৩৬), কুড়ারবাজার ইউপির আংগুরা মোহাম্মদপুর গ্রামের সাজেদা বেগম(৩০), শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের কুলসুমা বেগম(২৩), চারখাই ইউনিয়নের দক্ষিণ নাটেশ্বর গ্রামের আশরাফ আলম(৩৫), মুড়িয়া ইউপির পশ্চিম ঘুঙ্গাদিয়া গ্রামের সাইফুর রহমান (৩০), কিশোয়ারা বেগম(৬০)।
এনিয়ে বিয়ানীবাজার উপজেলায় সুস্থ হয়েছেন ২০৩জন, মৃত্যুবরন করেছেন ১৫জন, চিকিৎসাধীন রয়েছেন ৮০জন।