বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহীদের জ্ঞাতার্থে

বিয়ানীবাজারঃ আগামী ২৩ আগস্ট রবিবার থেকে বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য হতে আগ্রহীরা আবেদন ফরম উত্তোলন ও জমা দিতে পারবেন। আগামী ৩০ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সাপ্তাহিক সম্ভাবনা কার্যালয়ে সংগঠনের প্রচার ও প্রকাশণা সম্পাদক মাসুম আহমদের কাছে আবেদন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

নতুন আগ্রহীদের ৫শ’ টাকা হারে ফি’ প্রদান পূর্বক আবেদনপত্র সংগ্রহ করার পাশাপাশি এতে উলে­খিত তথ্যাদি পূরণ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে নির্দিষ্ট তারিখের পূর্বে জমা প্রদান করতে হবে। বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য হতে ইচ্ছুক ব্যক্তিগণকে অবশ্যই সাংবাদিকতা সংশ্লিষ্ট অন্য কোন সংগঠনের সাথে জড়িত থাকলে তা থেকে অব্যাহতি নিতে হবে। বিয়ানীবাজারে কর্মরত কেবলমাত্র অনুমোদিত ছাপা পত্রিকার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিনিধি আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

সংগঠনের সভাপতি আতাউর রহমান এবং সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞতিতে এ তথ্য জানান। -বিজ্ঞপ্তি

Back to top button