বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিয়ের ৭ দিনের মাথায় বরের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

তারেক হাসানঃ বিয়ানীবাজার উপজেলার দুবাগে বিয়ের ৭ দিনের মাথায় এক পরিবহন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত পরিবহন শ্রমিক সিএনজি ৭০৭ শাখার সদস্য মোঃ খুরশেদ আহমেদ। তিনি উপজেলার দুবাগ ইউনিয়নের সাদিমাপুর সিলেটী পাড়ার গ্রামের মোঃ ইজ্জাত আলীর পুত্র।

গত কিছু দিন আগে পারিবারিক ভাবে খোরশেদ আহমেদ বিবাহ বন্ধনে আবদ্ধ হোন, বিয়ের হাতের মেহেদী রং শেষ হতে না হতে না হতে খুরশেদ আহমেদ চলে গেলেন না ফেরার দেশে। তাঁর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কি কারনে তিনি মৃত্যুবরন করেছেন এব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা বলেন- আজ বৃহস্পতিবার সকালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থা খারাপ হলে তাকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তাঁর মৃত্যু হয়। এমন মৃত্যুর ঘটনা কেউ মেনে নিতে পারছেন না।

খুরশেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে জানিয়ে দুবাগ সিএনজি শাখার (৭০৭) সভাপতি মছদ আহমদ জানান, বিয়ের এক সপ্তাহ পার হওয়ার আগে তাঁর এমন মৃত্যু সহকর্মী হিসাবে খুব কষ্টদায়ক।

Back to top button