বিয়ানীবাজার সংবাদ

সরওয়ার হোসেনের প্রচেষ্টায় বিয়ানীবাজারের ৯জন অসুস্থ পেলেন প্রধানমন্ত্রীর অনুদান

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সরওয়ার হোসেনের প্রচেষ্টায় বিয়ানীবাজারের ৯জন অসুস্থ রোগী পেলেন আর্থিক অনুদান। সোমবার বিকেলে দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুরের বাসভবন বঙ্গভিলায় তাদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।

এসময় নিজ বাসভবনে উপজেলার ৬জন অসুস্থ নারী-পুরুষকে এক লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা এবং ৩জন অসুস্থকে পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এসময় সরওয়ার হোসেনের সাথে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য মোঃ নজরুল হোসেন।

এসময় আওয়ামী লীগ নেতা সরওয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসুস্থদের আর্থিক অনুদান অব্যাহত রেখেছেন। এর আগেও গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার বেশ কয়েজন অসুস্থ ব্যক্তি কয়েক ধাপে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেয়েছেন।

Back to top button