বিয়ানীবাজার সংবাদ

শিল্পীর সুনিপুণ হাতে বিয়ানীবাজারে তৈরি হচ্ছে চমৎকার সব ভাস্কর্য (ভিডিও)

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের  বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজ পার হয়ে একটু সামনে গিয়ে হাতের ডান পাশে চোখ রাখলেই কিছুক্ষণের জন্য থমকে দাঁড়াতে হবে।সিমেন্ট বালু আর রড দিয়ে দ্বিমাত্রিক অবয়বে তৈরি করা হয়েছে বক,ঘোড়া,হরিন ময়ুরসহ বিভান্ন প্রজাতির পশু পাখি ও ফুলের ভাস্কর্য। শিল্পী তার হাতের যাদু দিয়ে চমৎকার ভাবে ভাস্কর্য গুলো তৈরি করে তাথে রং করে দোকানের সামনে সাজিয়ে রেখেছেন।প্রতিদিন আঞ্চলিক এই মহাসড়ক দিয়ে যাতায়াতকারী হাজার হাজার মানুষের নজর কাড়ে রাস্তার পাশে সাজিয়ে রাখা এসব ভাস্কর্য।

অনেকেই ভাস্কর্যে মুগ্ধ হয়ে গাড়ি থামিয়ে কয়েকটা ছবি তুলে নেন।আবার অনেকে বাড়িতে সাজিয়ে রাখতে কিনে নিয়ে যান চমৎকার ভাস্কর্যের যে কোন একটি।তবে ক্রেতার তুলনায় দর্শনার্থীরা বেশি ভিড় করেন বলে জানান ভাস্কর্যের কারিগরেরা।

মোহাম্মদ রুবেল নামের কারিগর জানান,দুই বছরের কিছু বেশি সময় থেকে এখানে একটি ঘর ভাড়া করে নিজের মনের মতো করে বিভিন্ন পশু পাখি ও ফুলের ভাস্কর্য তৈরি করি।দুর দুরান্ত থেকে মানুষ আসে।পছন্দ হলে কিনে নিয়ে যায়।আবার অনেকে নিজেদের চাহিদা মতো অর্ডার করে।পরে কাষ্টমারের চাহিদা অনুযায়ী আমরা ভাস্কর্য তৈরি করে দেই।তবে বর্তমানে ভাস্কর্যের চাহিদা তেমন একটা নেই।আর এতে তেমন লাভও নেই।একটা জেবরা বা হরিনের ভাস্কর্য তৈরি করতে আট দশ হাজার টাকা খরচ হয়।কিন্তু বিক্রির বেলায় দেখা যায় কাষ্টমার বেশি দাম দিতে চায় না।এক দেড় হাজার লাভে ছেড়ে দিতে হয়।এভাবে ঠিকে থাকা কঠিন।

Back to top button