বিয়ানীবাজারে পুরোনো ২জন রোগীসহ ৯ জনের করোনা শনাক্ত
বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার উপজেলায় পুরনো ২জন রোগীসহ নতুন করে আরো ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
নতুন আক্রান্তদের মধ্যে গত বৃহস্পতিবার করোনায় মারা যাওয়া তিলপাড়া ইউনিয়নের দাসউরা রজব গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা আতাউর রহমান আপ্তাব এর সংস্পর্শে আসা ৩ জন রয়েছেন। এছাড়াও নতুন আক্রান্ত ৪ জন হলেন, বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামের মাশরাফি আক্তার লিজা (২৪), মাথিউরা গ্রামের সিবুল ইসলাম (৪৮), সানেশ্বর গ্রামের রণজিৎ চন্দ্র (৪০) ও কাকরদিয়া গ্রামের সাহাবুদ্দিন খান (৫৫)।
করোনা আক্রান্ত পুরনো দু’জন আবার শনাক্ত হয়েছেন। তারা হলেন, মেওয়া গ্রামের রফিক উদ্দিন (৫৪) ও ঘুঙ্গাদিয়া গ্রামের মো. জাকারিয়া (৩৩)।
এদিকে, এ পর্যন্ত বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৮০জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৪জন এবং সুস্থ হয়েছেন ১৯০জন।