বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) ১৫ই আগস্ট সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থাপনা করেন মেডিকেল অফিসার ডাঃ খায়রুল বাশার রোমান। এতে বক্তব্য রাখেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ কাজী নাসিমুজ্জামান স্যার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোহাম্মদ ইফাজ সামিহ।
এছাড়া উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ আফরা আনান মৃদু, ডাঃ জামিনা আক্তার, ডাঃ তাজুল ইসলাম প্রমুখ এছাড়াও আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সেবিকাবৃন্দ,অফিস স্টাফ ও মাঠপর্যায়ের কর্মকর্তা কর্মচারীদবৃন্দ।