বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক::আজ ঐতিহাসিক ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। সারাদেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলায় বিভিন্ন আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বিয়ানীবাজার এর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কর্তৃক স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিয়ানীবাজার উপজেলা পরিষদ ও বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব, সহকারী কমিশনার (ভুমি) খুশনুর রুবাইয়াত মৌমিতা, বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক, কৃষি কর্মকর্তা মোঃ আনিসুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, প্রকৌশল কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

অপরদিকে, শনিবার সকালে পৌরভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর।এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সাইফুল আলম ঝুনু ও নাজিম উদ্দিন, কাউন্সিলর এমাদ উদ্দিন, সাহাব উদ্দিন, আকছার হোসেন, আব্দুল কাইয়ুম, সংরক্ষিত কাউন্সিলর মরিয়ম বেগম ও মালিকা বেগম, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, নকশাকার আশরাফুল আলম সহ সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

এদিকে,পৌরশহরের উত্তরবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাবেক সভাপতি আব্দুল হাছিব মনিয়া, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আহমদ আহমদ বাবুল ও জাকির হোসেন, সাবেক প্রচার সম্পাদক হারুনুর রশিদ দিপু, সাবেক গবেষণা সম্পাদক ছালেহ আহমদ বাবুল, সাবেক ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আব্দুস শুকুর, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী শমছুল হক, সাধারণ সম্পাদক এবাদ আহমদ, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন খসরু ও আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শনিবার সকালে বিয়ানীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে কলেজ শিক্ষক পরিষদ। এ সময় বক্তব্য রাখেন, বিয়ানীবাজার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম, সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হক তালুকদার, শিক্ষক আরবাব হোসেন খান প্রমুখ।

তাছাড়া বাংলাদেশ যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামিলীগ এর বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পুস্পস্তবক অর্পণের পর ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের মাগফিরাত কামনা করে দোয়া, মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালিত হয়।

Back to top button