বড়লেখায় বিদ্যুৎ এর লোডশেডিংয়ে অতিষ্ঠ উপজেলাবাসী,ডিজিএমের অস্বীকার

আশফাক জুনেদ,বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাত্রাতিরিক্ত বিদ্যুৎ এর লোডশেডিংয়ের ফলে জন জীবন অতিষ্ট হয়ে পড়েছে।আর এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার লক্ষাধিক গ্রাহকদের।প্রায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের ফলে ব্যবসা বানিজ্য স্তবির হয়ে পড়েছে। কোন কোন এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত বিদ্যুৎ পাচ্ছেন না গ্রাহকরা। এতে করে বাড়ি ঘরের ফ্রিজের জিনিস পত্র নষ্ট হচ্ছে ও দৈনন্দিন কার্যক্রমে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।গত কয়েক সপ্তাহ যাবৎ বড়লেখা উপজেলার প্রতিটি ইউনিয়নে বিদ্যুতের এমন লোডশেডিং এর চিত্র দেখা যায়।
সারাদেশের ন্যায় বড়লেখাও তীব্র তাপদাহ চলছে। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারনে জনগণের নাজেহাল অবস্থা। তাপদাহের সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং। এই দিকে ব্যাপকহারে চলছে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ায় কাজ।তবে সে হারে বাড়েনি বিদ্যুৎ এর মেগাওয়াড।বিদ্যুতের গ্রাহক সংখ্যা বাড়লেও বাড়েনি বিদ্যুতের সরবরাহ কাজ। তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়ছে সাধারন মানুষ।এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকেরা।
সাবেক উপজেলা চেয়ারম্যান মো.সিরাজ উদ্দিন বলেন,আমাদের যতেষ্ট বিদ্যুৎ মজুদ আছে তারপরও লোডশেডিং হচ্ছে।নতুন নতুন সংযোগ দেওয়ার মাধ্যমে আমরা ঘোষনা করেছি আমাদের পর্যাপ্ত বিদ্যুৎ মজুদ রয়েছে।কিন্তু তারপরও লোডশেডিং হবে কেনো? আমি বলবো এটা বিদ্যুৎ এর ঘাটতি নয় এটা সিস্টেমেটিক সমস্যা।
আজিজুর রহমান মামুন নামের এক গ্রাহক বলেন,এই গরমের দিনে দিনভর বিদ্যুৎ এর লোডশেডিংয়ের কারণে আমাদের স্বাভাবিক জীবন যাত্রায় ব্যাঘাত সৃষ্টি করেছে।বাসা-বাড়িতে থাকা যাচ্ছে না।কখন বিদ্যুৎ আসে কখন যায় ঠিক থাকে না।বিদ্যুৎ এর এমন লোকচোরি খেলা আর ভালো লাগছে না।
তোফায়েল আহমদ তোহেল নামের আরও এক যুবক বলেন,গরমের দিনে বিদ্যুৎ এর লোডশেডিং কাম্য নয়।গরম আসলে বড়লেখা বিদ্যুৎ এর লোডশেডিং এর মাত্রা বেড়ে যায়। যতদিন গরম থাকে ততদিন বেশি লোডশেডিং করে।বিদ্যুৎ বিভাগের এমন কর্মকান্ডে আমরা বিব্রত।
এই বিষয়ে বড়লেখা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার(ডিজিএম) এমাজ উদ্দিন সরকার বলেন,অন্যান্য এলাকার মতো বড়লেখায় লোডশেডিং হয় না।তবে মাজে মাজে বিদ্যুৎ এর মেরামত কাজের জন্য দুই এক ঘন্টা বন্ধ রাখা হয়।